সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ

Home Page » আজকের সকল পত্রিকা » সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সোমবার ● ৮ নভেম্বর ২০২১


নিজস্ব প্রতিবেদক (সালমান মাহমুদ সোহান)ঃ লব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   উক্ত প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয়  পরিকল্পনা প্রতিমন্ত্রী, ডঃ শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নুরুল আমিন (রুহুল),  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস,  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ সালাহউদ্দিন,  উপজেলা কৃষি অফিস, মতলব উত্তর,  চাঁদপুর। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একে অন্যের ধর্ম নিয়ে কোন সাম্প্রদায়িক কোন্দল সৃষ্টি না করা।

এই আলোচনা সভায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় কৃষদের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও ভুর্তকি মূল্যে কম্বাইন্ডার হারভেষ্টার মেশিন এর চাবি হস্তান্তর করেন। এই কৃষি বীজ ও সার,  এবং কম্বাইন্ডার হারভেষ্টার মেশিন বিতরনের সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও সাংসদকে সার্বিকভাবে সহোযোগিতায় করেন মতলব উত্তর এর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৬ ● ৭৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ