খালেদা জিয়া আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন

Home Page » জাতীয় » খালেদা জিয়া আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন
রবিবার ● ৭ নভেম্বর ২০২১


ফাইল ছবি

বঙ্গনিউজঃ     রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে তার। একাধিক সূত্র  এতথ্য নিশ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। জ্বরও তেমন নেই। হাসপাতাল থেকে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেবেন তিনি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশে সংক্রমণ পাওয়া গিয়েছিল।

এরপর গত ২৫ এপ্রিল এই সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ এসেছিল। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৫৪ দিন হাসপাতালে চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন খালেদা জিয়া। তখন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫৬ ● ৫০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ