আমিরুল ইসলাম আমিরের কবিতা ‘ধূলিমাখা কাব্য’

Home Page » সাহিত্য » আমিরুল ইসলাম আমিরের কবিতা ‘ধূলিমাখা কাব্য’
শনিবার ● ৬ নভেম্বর ২০২১


আমিরুল ইসলাম আমির
সবুজ পেলেই দাঁড়াই আমি, প্রাণ ভরে নেই নিশ্বাস
ঘুরে ঘুরে দেখি ফুল, প্রজাপতি ছুঁয়ে করি উচ্ছ্বাস
মধ্য হেমন্তের মাঠ ভরা পাকা ধান, চাষীরা হৃষ্টপ্রাণ
কালিগঙ্গার বুকে নিস্তরঙ্গ ঢেউয়ে শুনি ভাটার টান
শহর থেকে দূরে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলি
ঘুঘুরা একটানা ডেকে চলে, দুরন্ত দোয়েল বুলবুলি
কিছু ভাবতো জাগেই বয়েসি বটের শ্বাসমূল দেখে
আসন্ন বিকেলের প্রস্তুতি বিন্দু বিন্দু কুয়াশা মেখে
কনে দেখা রোদে ভীষণ প্রবোধে ফিরে আসি ঘরে
পুলকের স্মৃতিগুলো শিশির হয়ে জমে হৃদকন্দরে
তার কিছু রেশ ছড়িয়ে পড়ে টকবগে শব্দের মতো
ধূলিমাখা কাব্যে উজার করে ঢালি অনুভব যতো।

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৮ ● ৯৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ